জঙ্গী কাকে বলে? জঙ্গী শব্দের অর্থ কি?
৷ নুরুদ্দিন জঙ্গি (রঃ) কি সন্ত্রাসী ছিলেন?
কেন হলুূদ মিডিয়া জঙ্গী শব্দের অর্থ বিকৃত করে সন্ত্রাসী অর্থে প্রচার করছে?
এদেশের শিক্ষিত মূর্খরা কি কোনদিন ডিকশনারিতে দেখেছে জঙ্গী শব্দের অর্থ কি?
আসলে এদের মগজ এমন ভাবে ধোলাই দিয়েছে পাশ্চাত্য শিক্ষাব্যবস্থা যাতে এরা সারা জীবন ইহুদি খ্রিস্টানের মাথা দিয়েই চিন্তা করবে। কখনো এরা নিজের মাথা দিয়ে চিন্তা করতে পারবে না। মিডিয়া যা বলবে তাই অন্ধের মতে বিশ্বাস করবে। এরা বুদ্ধিপ্রতিবন্ধী। আসলে পশ্চিমারা যখন কোন দেশে আক্রমণ করে তার আগে সেই দেশে আক্রমণের বৈধতা দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশেও জিহাদ এবং জঙ্গি এই দুটি শব্দের অর্থ বিকৃত করে সন্ত্রাসী অর্থে প্রচার করছে একই উদ্দেশ্যে। এরা এটাই বুঝাতে চায় মুসলমান মানেই সন্ত্রাসী সুতরাং মুসলিম দেশ দখল করা বৈধ। চিন্তা করা যায় যখন প্রশাসন কাউকে গ্রেফতার করে যখন বলে জিহাদি বই পাওয়া গেছে!! কুরআন, বুখারীসহ সকল হাদিস গ্রন্থই তো জিহাদি বই। জিহাদের কথা বলা হয় নি এমন হাদিস গ্রন্থের নাম কি? তার মানে মুসলমানদের কাছে কুরআন হাসিসের কিতাব পাইলেই তাকে গ্রেফতার করা হবে? কেন জিহাদের নামে অপপ্রচার করা হচ্ছে? কেনই বা সন্ত্রাসীদের জঙ্গী বলা হচ্ছে?
আসলে বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে। আরবের পর বাংলাদেশেই সবছেয়ে বেশি জ্বালানি সম্পদ মজুদ আছে তাই এই সম্পদ পশ্চিমাদের চাই। শুধু এ কারণেই জিহাদ এবং জঙ্গী শব্দের অর্থ বিকৃত করে সন্ত্রাসী অর্থে প্রচার চালাচ্ছে তথ্য সন্ত্রাসী হলুদ মিডিয়া এবং পশ্চিমাদের দালালরা আর সাথে আছে আমাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মাথামোটার দল। এরা নিজেদের মাথা দিয়ে কখনো চিন্তা করতে পারবে না।
ভিডিওটা দেখে নিন। আশা করি বুঝতে পারবেন। না বুঝলে কমেন্টে জানাবেন।
#মুসলমানদের_বিরুদ্ধে_অপপ্রচার বুঝতে হবে মুসলমানদের।