হালাল টাইম কি ও কেন ?
মুসলমানদের টাকায় অমুসলিমদের উন্নতি না করাই আমাদের লক্ষ্য। আমাদের অর্থনীতিতে প্রভূত উন্নতি ঘটানো। বিশ্বকে অশ্লিলতা মুক্ত সোশ্যাল মিডিয়া উপহার দেয়া। যেহেতু মানুষ ফেসবুক কে এক প্রকার নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলেছে, আমরা যতই কথা বলি না কেন যে, ভাই ফেসবুক ছেড়ে দেন, এখানে খুব অশ্লিলতা হয়, গুণাহ হয়, কিন্তু মানুষ ফেসবুকে আনন্দ ও বিনোদন পেয়ে গেছে তাই গুনাহ করেই যাবে, সহজে ফেসবুক ব্যবহারও ছাড়বে না।
আমরা যদি বিকল্প অপশন না দিয়ে তাদেরকে বিরত থাকতে বলি তাহলে তারা কিছুতেই বিরত থাকবে না।
তাই ফেসবুক বিকল্প হিসেবে হালাল টাইম তৈরী করা হয়েছে। আল-হামদুলিল্লাহ!
আপনাদের সম্পৃক্ততায় হালাল টাইম আশা করি যে, দিন দিন বেড়ে উঠবে। অন্তত আমরা নিজেরা গুনাহ মুক্ত থাকতে পারবো এবং যারা গুনাহ মুক্ত থাকতে চায় তাদেরকে এখানে একত্রিত করতে পারবো, ইন-শা-আল্লাহ!
হালাল টাইমে আরো পাবেন রিয়েক্ট হিসেবে আল-হামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, আমীন সহ ইসলামিক রিয়েক্টগুলো, যাতে আপনি ইউজ করতে করতেই নেকি হাসিল করতে পারবেন।
,ইন-শা-আল্লাহ!
আসুন অশ্লিলতার এই জয়জয়কার মুহুর্তে ভালো কিছু জাতিকে উপহার দেই। নিজের সম্পৃক্ততায় উম্মাহর জন্য কিছু করে যাই। আল্লাহ তা’য়ালা আমাদেরকে তাওফিক দান করুন।
শুধু শুধু মাঠে মঞ্চে বক্তৃতায় নয়, কাজেই প্রমাণ করুন যে, আমরা অশ্লিলতা মুক্ত পরিবেশ উপহার দিবো বিশ্বকে ইন-শা-আল্লাহ, সকলকে বিশেষ মুবারকবাদ, জাযাকুমুল্লাহ ।
ফেসবুকের বিকল্প.........
বাংলাদেশি কওমি আলেমদের উদ্ভাবন
Halal time এ বিশ্বায়ন !
কওমি পড়ুয়া একদল তরুনের এমনই স্বপ্ন।
ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদরাসায়" দাওরায়ে হাদিস/তাকমিল তথা সরকারি স্বীকৃতি অনুযায়ী মাস্টার্স সমমান পাশ করে মাওলানা....(নাম প্রকাশে অনিচ্ছুক) আলেম হওয়ার পাশাপাশি অনলাইন মিডিয়ার প্রতি রয়েছে তার প্রচন্ড আগ্রহ তবে তিনি এই আগ্রহকে নিছক একটি টাইমপাস হিসেবে নেননি, বরং বিশ্বের সুরুচি সম্পন্ন শান্তি প্রিয় মানুষ অশ্লীলতার সয়লাব থেকে যারা বেঁচে থাকতে আগ্রহী ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি নির্ভেজাল শুদ্ধ সোস্যাল মিডিয়া উপহার দেওয়ার চিন্তা মাথায় নিয়ে নেমে পড়েন কাজে।
শুরু করেন অনলাইন মিডিয়া নিয়ে কাজ কিন্তু এর সাড়া মিলছে খুবই কম কারন আমরা এখন অন্যের তৈরী করা কন্টেন্ট এ তেমন আগ্রহী নয় এবং সবার বয়স অনুযায়ী আবেগ আগ্রহ গ্রহণ ও বর্জন এক নয়,বরং আমরা প্রত্যেকে নিজ রুচি বৈচিত্র্য শখ আহ্লাদ ও সম বয়সীদের একটি বলয় গড়তে ভালবাসি, তাই তিনি চোখ ঘুরান ভিন্ন দিকে, এবার তার টার্গেট, অশ্লীলতা ও পঙ্কিলতা মুক্ত একটি সোস্যাল মিডিয়া তৈরী করা, যাতে না চাইলে তো নয়ই বরং সহজে চাইলেও নোংরা ও অশ্লীল কিছু খোঁজে পাবে না এর ইউজারগণ।
যা আমরা নিজেদের ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে আমাদের সন্তানের হাতেও তুলে দিতে পারব ইনশাআল্লাহ।
এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে পথ চলা শুরু হয় উক্ত মাওলানা ও তার টিমের।
তার টিমের সদস্যগণ দাওরায়ে হাদিস সম্পন্নকারী ছাত্র বন্ধুবান্ধব এবং দ্বীনদার সফটওয়্যার ইন্জিনিয়ার, যাঁরা স্বীয় কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য....
তাদের এই সফলতার নাম হলো Halal time এটি Face book, Twitter ইত্যাদির মতোই।
এবার পরিচয় হওয়া যাক
Halal time এর সাথে।
★ Halal time কি?
উত্তর :
এটি একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
★ কোথায় পাব Halal time apps?
কিভাবে ব্যবহার করব Halal time?
উত্তর :
Google play Store থেকে
ডাউনলোড করে একাউন্ট খুলে নিতে হবে।
★ কেন Halal time apps ব্যবহার করব?
উত্তর :
অশ্লীলতা মুক্ত একটি সোস্যাল মিডিয়া গড়তে।
★ ব্যবহারকারী তো এখনো অল্প, তাহলে আমি এখন
Halal time ব্যবহার করে লাভ কি?
উত্তর :
একটি স্বনির্ভর হালাল মুসলিমবান্ধব সোস্যাল মিডিয়ার পথ যাত্রার প্রথমসারীর ব্যবহারকারী হতে....
★ এখন কি এতে আনন্দ/বিনোদন পাওয়া যাবে?
উত্তর : আমি এখন এটি ব্যবহার করা মানে একটি ইতিহাস গড়ার আমিও একজন গর্বিত অংশীদার, আমি এখানে আমার স্ব-দলবল নিয়ে কিন্তু একাধিক গ্রুপ খুলতে পারি একাউন্ট খুলতে ও খোলাতে পারি আমাদের পরিচিতদের নিয়ে। যেখানে একান্তই আমাদের একটি ভুবন হবে।
অহেতুক অশ্লীল ছবি বিজ্ঞাপন মুক্ত তাহলে এটাই বা কি কম ¡!
তাহলে এখন থেকেই শুরু হোক আমাদের চেষ্টা, আগ্রহ ভিন্নতর কিছু ব্যবহার করা..................