গ্লাসটি নীচে নামিয়ে ফেলুন
একজন নামকরা প্রফেসরের ক্লাশ । হল ভর্তি ছাত্র-ছাত্রী । প্রফেসর লেকচার শুরু করার আগে হাতে একটি গ্লাস নিলেন।
গ্লাসে অর্ধেকটি পানি। ছাত্র-ছাত্রীদেরকে নিজ্ঞেস করলেন, বলো তো এ গ্লাসটির ওজন কতো ?
১০০ গ্রাম, ১৫০ গ্রাম বিভিন্ন উত্তর । প্রফেসর বললেন :
-আমিও ঠিক জানিনা তবে প্রশ্ন হলো আমি যদি গ্লাসটি উচুঁ করে ধরে রাখি তাহলে কি হবে ?
-কিছুই হবেনা ।
-আর যদি দু’ঘন্টা ধরে রাখি ?
-হাত ব্যাথা শুরু করবে ।
-আর যদি সারাদিন উঁচু করে রাখি ?
-হয়তো বা আপনার হাত অবশ হবে, হয়তো বা আপনাকে হাসপাতালে যেতে হবে ।
সবাই হেসে উঠল ।
-খুবই চমৎকার উত্তর । আমি যদি সারাদিন উপরে তুলে রাখি, তাহলে কি গ্লাসটির ওজন বেড়ে যাবে ?
-না ।
-তাহলে আমার হাত অবশ হবে কেন ?
ছাত্র-ছাত্রীরা অবাক হয়ে তাকিয়ে রইলো ।
-কি করলে আমার হাত অবশ হবেনা ?
-গ্লাসটি নীচে নামিয়ে ফেলুন I
-ঠিক বলেছ।
জীবনের প্রবলেমগুলি এই গ্লাসটির মত। কয়েক মিনিট তোমার মাথায় থাকবে কোন ঝামেলা হবেনা।
যদি, কয়েক ঘন্টা চিন্তা করো, মাথা ব্যাথা হবে। আর যদি সারারাত চিন্তা করো, অবশ হয়ে যাবে।
পাঠক, কখনও কোন সমস্যা এলে রাতের ঘুম নষ্ট করবেন না। মনে রাখবেন, পৃথিবীতে সব সমস্যারই সমাধান করা সম্ভব।
গ্লাসটি নীচে নামিয়ে ফেলুন।
( একটি বিদেশী গল্পের ছায়া অবলম্বনে )
শেক্সপিয়র বলেছিলেন, "একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। " একই কথা বলেছেন আইরিশ কবি Oscar Wilde " নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা।
হুমায়ুন আহমেদ বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। শুধুই সুযোগের অপেক্ষা।
সত্যি বলতে, ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না ; আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয় তো ধোঁকা দিচ্ছে! আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সর্ম্পক রুপ নিবেই💯✔️
শুধুই সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক।
এই মন্তব্য গুলোকে জোরালো ভাবে সমর্থন দিচ্ছে Flirtationship যার অর্থ
হচ্ছে ছিনালি করা। কড়া ভাষায় বলতে গেলে নোংরামি করা।
তাই, অভিভাবকদের এখনি সর্তক হওয়া আবশ্যক। নয়তো আমরা যে সাংস্কৃতির দিকে অগ্রসর হচ্ছি তাহার পরিণাম ভয়াবহ।
লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে স্বামী অথবা স্ত্রী ভাই বা ছেলে কাদের সাথে মিশছে, কোথায় যাচ্ছে, সঙ্গ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইসলামিক, সমাজ সচেতনতামূলক ,শিক্ষা ও বিনোদনমূলক যেকোন বিষয়ে পোস্ট করতে পারেন।
Md Asraful
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Moinulislam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?